Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রবি/২০১৮-১৯ মৌসুমে “কৃষি প্রণোদনা কর্মসূচি“ বাস্তবায়ন
বিস্তারিত

#কৃষি_প্রণোদনা_কর্মসূচি_রবি/২০১৮-১৯:বেতাগী, বরগুনা।

 

রবি/২০১৮-১৯ মৌসুমে “কৃষি প্রণোদনা কর্মসূচি“-এর আওতায় বেতাগী উপজেলার ১৩৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রবি ফসলের বীজ (ভূট্টা, ফেলন, শীতকালীন মুগ, খেসারী, চিনাবাদাম ও বিটি বেগুন) এবং রাসায়নিক সার (ডিএপি এবং এমওপি) বিতরণ করা হয়।

 

#অনুষ্ঠানে উপস্থিতঃ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: শাহজাহান কবির, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: রাজিব আহসান, উপজেলা কৃষি অফিসার জনাব মো: ইকবাল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো: মাহবুব আলম রনি, ০৩ নং হোসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: মাকসুদুর রহমান ফোরকান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, SAPPO, SAAO বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায় ১৩৪৫ জন কৃষক।
 

#তারিখঃ ২৭.১১.২০১৮খ্রিঃ

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/11/2018
আর্কাইভ তারিখ
31/12/2020